ইউনিয়ন বিএনপির দোয়া ও ইফতার

নিজস্ব প্রতিনিধি:
চাঁদপুর সদর উপজেলার ২ নং আশিকাটি ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন এবং দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১১ মার্চ বিকালে পাইকাস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজিত দ্বি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম।
তিনি বলেন, ৫ আগস্টের পূর্বে আমরা এভাবে উন্মুক্ত সভা সমাবেশ করতে পারিনা। আজকে সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে আমরা একটা সফল সম্মেলন করতে পেরেছি। বাংলাদেশ জাতিয়তাবদী দল আগামীতে নির্বাচনে জয়লাভ করলে একটি জাতীয় সরকার গঠন করা হবে। আমরা এতোদিন দুধকলা দিয়ে কাল সাপ পুষেছি। তারা এখন ক্ষমতার স্বপ্ন দেখে। তারা জান্নাতের টিকেট বিক্রি করে। এমন টিকেট নিয়ে আমরা জান্নাতে যেতে চাইনা।
সম্মেলন উদ্বোধন করেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজালাল মিশন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদস্য সচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন খান। বক্তব্য রাখেন সমন্বয়ক সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন ফয়সাল।
অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন সাগর, অ্যাডভোকেট জসিম মেহেদী, সদস্য অ্যাডভোকেট শিরিন সুপ্তা, আঃ মান্নান, মোঃ শরিফ হোসেন প্রমূখ।
আশিকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি আবু ইউসুফ মিন্টু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলি আশরাফ রিপনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি মানিকুর রহমান, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহ মান্নান খান কাজল, উপজেলে স্বেচ্চাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ কাকন, সিনয়র যুগ্ম আহ্বায়ক আঃ হান্নান মিজি, যুগ্ম আহ্বায়কমসোহেল মৃধা,সদস্য সচিব জুনায়েদ উল্লাহ খান, উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ, সাধারন সম্পাদক পারভেজ খান, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি বিল্লাল মাল, যুগ্ম সাধারন সম্পাদক রশিদ সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ আশিকুর রহমান সুমন, ইউনিয়ম যুবদলের সভাপতি বারেক খান বারি, সিনিয়র মোস্তফা আখন, সাধারণ সম্পাদক মমিন খান, সাংগঠনিক সম্পাদক আলম মাল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রিদয় মালসহ অন্যরা।

Loading

শেয়ার করুন: