ইকো ব্লকসের ব্যবহার হলে দূষণের হার কমে যাবে:শিক্ষামন্ত্রী

মেঘনা বার্তা রির্পোট ॥

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, আমাদের দেশে লোক প্রতিদিন বাড়ছে, কৃষি জমি কমছে। শেখ হাসিনার কারণে আমাদের কৃষি জমির উপর এত গবেষণা হয়েছে এবং হচ্ছে। যে জমিতে আগে এক ফসল হয়েছে, এখন তিন ফসল হয়। আবার যে জমিতে ফসল হয়নি এখন হচ্ছে এবং আগের তুলনায় বহুগুন ফসল উৎপাদন হয়। আর এসব সম্ভব হয়েছে গবেষণা কারণে। বঙ্গবন্ধু কন্যার সে গবেষণার মাধ্যমে আমাদের দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন। কাজেই আমাদেরকে আরো বেশি করে কৃষি এবং পরিবেশ রক্ষার দিকে মন দিতে হবে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চাঁদপুর সদর উপজেলার শাহতলী এলাকায় প্রিমিয়াম ইকো ব্লকস লিমিটেড এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমাদের উন্নয়নের সাথে অবকাঠামগত উন্নয়ন দরকার হবে। আমাদের ইট দরকার হবে। ইটের ক্ষেত্রে খুব ভালো পরিবেশে বিকল্প যদি আমাদের থাকে, যেটা তৈরী করতে আমাদের কৃষি জমি নষ্ট হয় না, তাহলে কেন আমরা সেটি গ্রহণ করব না। এটি গ্রহণ করাই সবচাইতে বেশী যুক্তিযুক্ত। আমরা কেউই নিজেদের ভবিষ্যৎ নষ্ট করতে চাই না। আমরা সবাই মিলে সচেনতন হব, সঠিক কাজটি করব। কারণ ইকো ব্লকস ব্যয় সাশ্রয়িক।

দীপু মনি বলেন, যিনি এই ইকো ব্লক তৈরী কারখানার উদ্যোগক্তা হেলাল উদ্দিন তিনি একজন জ্যেষ্ঠ সাংবাদিক। তিনি শুধুমাত্র ব্যবসায়িক নয়, সামাজিক দায়বদ্ধতা থেকে এটি করেছেন। এখানে একটি ইটভাটা ছিল। এই ইটভাটার যে বিরুপ প্রতিক্রিয় সেটি তিনি দেখেছেন। এই রকম ইটভাটা এখনো সারাদেশে আছে এবং এখনো চলছে। সব জায়গায় যখন এই ইটের ভাটাগুলো পরিবর্তিত হয়ে ইকো ব্লকস এর মত কারখানায় পরিণত হবে, তখন আমাদের পরিবেশ দূষণের হার অনেক কমে যাবে।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে তার সুযোগ্য কন্যা আমাদেরকে স্মার্ট বাংলাদেশ পথ দেখাচ্ছেন। এর জন্য আমাদের সকলকে কাজ করতে হবে। আপনারা সবাই আমার নির্বাচনী এলাকার। বিগত তিন বার আপনারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে কাজ করার সযোগ দিয়েছেন। আমি আপনাদের জন্য কাজ করবার চেষ্টা করছি। আশা করি আগামীতেও আপনাদের পাশে থেকে কাজ করার সুযোগ করে দিবেন।

সাংবাদিক এম আর ইসলাম বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান। তিনি তার বক্তব্যে বলেন, আমরা সবাই জানি ৫০ বছর আগের আর এখনকার জলবায়ু ব্যাপক পরিবর্তন দেখা যায়। আগে বর্ষা আসলে ৩ মাস থাকত। এখন বর্ষা হচ্ছে ৩দিন ৭দিন। এই যে পরিবর্তন হচ্ছে। এটার অন্যতম কারন হচ্ছে আমাদের পরিবেশের যত্রতত্র ব্যবহার। আমাদের পরিবেশকে আমরা যথেষ্টভাবে ববহার করছি তাই পরিবেশ আমাদের সাথে বিরুপ আচরন করছে। আমরা মাটির টপ অংশটা কেটে ফেলছি। আমরা আমাদের নদী খাল বিলগুলো ইচ্ছেমত ব্যবহার করছি। ইকো ব্লক হচ্ছে পরিবেশ বান্ধব। আপনারা যারা চাঁদপুরের আছেন, আপনারা ইকো ব্লক ব্যবহার করলে পরিবেশ ভালো থাকবে।

প্রিমিয়াম ইকো ব্লকস লিমিটেডের চেয়ারম্যান হেলাল উদ্দিনের স্বাগত বক্তব্যে জানান, এ কারখানায় দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা মান নির্ণয় করার মাধ্যমে পরিবেশ বান্ধব ইট উৎপাদন করা হচ্ছে। বর্তমান সরকার পরিবেশ বান্ধব ও টেকসই নির্মাণ সামগ্রীর বিষয়ে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে।

মাওলানা জাকারিয়া চৌধুরীর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান প্রিমিয়াম ইকো ব্লকস লিমিটেড এর চেয়ারম্যান হেলাল উদ্দিন।

অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, বিশিষ্ট চিকিৎসক ও নারী বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. জহিরুল ইসলাম, বাংলাদেশ কংক্রিট ব্লকস এন্ড পেবার্স ম্যানুফেচার সমিতির সভাপতি লে. কর্নেল সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ, সাবেক সভাপতি কাজী শাহাদাত, শহীদ পাটোয়ারী, ইকবাল হোসেন পাটওয়ারী, গিয়াস উদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির।

আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদের ২নং ওয়ার্ড সদস্য খুরশিদ আলম, শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু, মৈশাদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম পাটওয়ারী, রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হযরত আলী বেপারী, ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আঃ ছাত্তার রাঢ়ী, হানারচর ইউপি চেয়ারম্যান আবেল কাশেম, বিষ্ণপুর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন খান শামীম, আশিকাটি ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন পাটওয়ারী, রামপুর ইউপি চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজিজ খান বাদল, সাবেক সহ প্রচার সম্পাদক মনির গাজী, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান পাটওয়ারী, মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহালম মিয়াসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

Loading

শেয়ার করুন: