ইফার এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা

 

নিজস্ব প্রতিবেদক ॥

চাঁদপুরে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) আয়োজনে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ও নৈতিক চরিত্র গঠনে উদ্বুদ্ধকরণ ও সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। সোমবার ১৬ অক্টোবর দুপুর সাড়ে ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান। চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার প্রাণ কৃষ্ণ দেবনাথ, পুরান বাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ রতন মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান।

চাঁদপুরের স্কুল, মাদ্রাসা ও সমামনা শিক্ষা প্রতিষ্ঠানের যে সকল ছাত্র-ছাত্রী এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ এ -৫ পাওয়া শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ও নৈতিক চরিত্র গঠনে উদ্বুদ্ধকরণ ও সংবর্ধনা এবং পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়।

Loading

শেয়ার করুন: