ইসলামী আন্দোলনকে বাদ দিয়ে এদেশে রাজনীতি করা যাবে না: মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন

স্টাফ রিপোর্টার
আদর্শবান যুবকরা জাগলে বাংলাদেশ জাগবে এই স্লোগানে চাঁদপুরে ইসলামী যুব আন্দোলনের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার ২২নভেম্বর বিকেলে শহরের বিপনীবাগ পার্টি হাউজে এই প্রতিনিধি সম্মেলন আয়োজন করে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখা।
ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন।
তিনি তার বক্তব্যে বলেন, দীর্ঘ জুলুম নির্যাতনের পর আমরা একটি স্বৈরাচারী খোলস থেকে মুক্ত হতে পেরেছি। স্বৈরাচারী সরকারের আমলে আমরা কথা বলতে পারতাম না, স্বাধীনভাবে চলতে পারতাম না। ছাত্র যুবকদের আন্দোলনের ফলেই স্বৈরাচারী সরকার পালিয়েছেন। তবে এখনো দেশবিরোধী চক্রন্ত বন্ধ হয়নি। এখন আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। দেশের মানুষ যেন আর অধিকার বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ইসলামী আন্দোলন একটি গণ মানুষের সংগঠন। এদেশের গণ মানুষের অধিকার আদায়ের জন্য ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা কাজ করে যাচ্ছে এবং যাবে। তাই ইসলামী আন্দোলনকে বাদ দিয়ে এদেশে রাজনীতি হবে না।
তিনি বলেন, জনগণের মতাদর্শ বুঝতে হবে, জনগণের মনের ভাষা বুঝতে হবে। আমরা টেন্ডারবাজ, চাঁদাবাজ চাইনা। আমরা দু’বেলা দু’মুঠো ভাত কিভাবে খেতে হয় সেটা চাই। এর বেশি কিছু চাইনা। শেখ হাসিনা কিভাবে পালিয়েছে সেটা মনে রাখবেন বলে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, খবরদার, কোনো রাজনৈতিক দল যদি উস্কানি দেয়, কোনো ক্ষতি করার চেষ্টা করেন, মনে রাখবেন কাউকে আর ছাড় দেওয়া হবেনা।
তিনি দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইসলামী যুব আন্দোলনের প্রতি মানুষের বিশ্বাস আছে। তাই এখন বসে না থেকে সেটাকে ছড়িয়ে দিন মানুষের মাঝে। তিনি আরো বলেন, ইসলামী আন্দোলনকে বাদ দিয়ে এদেশে কেউ রাজনীতি করবে তা আর হবেনা। মনে রাখবেন শক্তিকে সবাই মর্যাদা করে। ইসলামী যুব আন্দোলন এখন একটি শক্তিশালী ইসলামী সংগঠন।আমাদের এই শক্তি দুনিয়াবী কোনো অপশক্তির কাছে মাথানত করবেনা। অন্যায়কে দমন ও প্রতিহত করার জন্য ইসলামী শক্তির দরকার আছে। ঘৃণার চোখে নয়। আস্থা ও ভালোবাসার সঙ্গে কাজ করে সফলতা অর্জন করতে চাই।
তিনি আগামী নির্বাচনে একটি কার্যকরী ভূমিকা পালন করার লক্ষে এখন থেকেই কাজ করার জন্য নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করেন।
ইসলামী যুব আন্দোলনের চাঁদপুর জেলা সভাপতি মুফতি ইমরান হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ নেয়ামত উল্লাহ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার শেখ মারুফ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক- মাওলানা মুহাম্মাদ ইলিয়াস হাসান, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক একে.এম আব্দুজ জাহের আরিফী, চাঁদপুর জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারী কেএম ইয়াসিন রাশেদসানী, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা হেলাল আহমাদ।
এছাড়াও অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের জেলা সহ-সভাপতি মাওলানা আলাউদ্দিন জামালী, চাঁদপুর সদর উপজেলা যুব আন্দোলনের সভাপতি শেখ মোহাম্মদ হাবিবুর রহমান, ফরিদগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা নুরুল্লাহ, মতলব দক্ষিণ উপজেলা সভাপতি মাওলানা মাইনুদ্দিন। চাঁদপুর পৌর শাখা সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সাইফ, হাইমচর উপজেলা সহ-সভাপতি মাওলানা শরীফ মোঃ মাছুম বিল্লাহ।
প্রতিনিধি সম্মেলনে ইসলামী যুব আন্দোলনের ইউনিয়ন পর্যায়ের অসংখ্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Loading

শেয়ার করুন: