ঈদে মুক্তি পেল নাশিদ ‘মনের পশু কোরবানি’

 

নিজস্ব প্রতিবেদক:

স্বপ্নপূরী অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ইসলামি সাংস্কৃতিক সংগঠন স্বপ্নপূরী চাঁদপুর শাখার এবার ঈদে ‘মনের পশু কোরবানি’ নামে একটি নাশিদ মুক্তি পেয়েছে।

রোববার সকাল ৯ টার দিকে ওই চ্যানেলে নাশিদটি আপলোড করছেন পরিচালক আব্দুল্লাহ আল মামুন। নাশিদটি লেখেছেন ইভা জান্নাত।সুর করেছেন স্বপ্নপূরী কেন্দ্রীয় কমিটির পরিচালক হাফেজ আশরাফুল ইসলাম। নাশিদটি কণ্ঠশিল্পী স্বপ্নপূরী চাঁদপুর জেলা শাখায় নির্বাহী পরিচালক সাব্বির আহমদ ।

সাব্বির আহমদ বলেন, নাশিদে তুলে ধরা হয়েছে কুরবানির মাধ্যমে ত্যাগের চিত্র। আমরা সবসময় ভালো কিছু দিতে চাই। ঈদতো মুসলিমদের একটি ইবাদত। আর ঈদ আসলে অপসংস্কৃতি ডিজে গান,বাজনা শুনে কিছু মানুষ তো পাপ কামায়। তাই নিজেকে পাপমুক্ত রাখতে গজল শুনে আল্লাহর পথে চলে আসুক। সেই লক্ষ্যে স্বপ্নপূরী অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি দিয়েছে।

তিনি আরও বলেন, এই সংগঠনের কর্মীদের মানস ও মনন গড়ার জন্য অন্যতম হাতিয়ার হতে পারে ইসলামী সঙ্গীত। হামদ, নাত, আন্দোলনমূখী সঙ্গীত, সংগঠন সঙ্গীত, শহীদী গানসহ ইসলামী অন্যান্য সঙ্গীত যখন আপনি শুনতে থাকবেন। মনের ভেতরে আলোড়ন তৈরি হবে। হৃদয়টা দুলতে থাকবে। সুর আর অনবদ্য সব কথামালার অনুরণনে। কখনও আল্লাহর গুণগান শুনে ঈমান চাঙ্গা হবে। কখনও শিহরিত হবেন। কখনও হৃদয়টা কেঁপে উঠবে আল্লাহর ভয়ে। কখনও রাসূল (স.) এর আন্দোলনমুখর নববী জিন্দেগীর কথা শুনতে শুনতে দুচোখ বেয়ে অশ্রু ঝরবে। কখনও দায়িত্বের কথা স্মরণ করে নিজের মধ্যে আত্মসমালোচনা তৈরি হবে। কখনও শহীদদের গল্পসমূহ আপনার বুকে শহীদী তামান্না গেঁথে দেবে। বিপ্লবী কথামালা হৃদয়ের মাঝে বিজয়ের স্বপ্ন বুনে দেবে। আপনার মধ্যে ধীরে ধীরে আন্দোলনী এক চেতনা গড়ে উঠবে। আপনি অস্ফুট স্বরে, বিড়বিড় করে হয়ত গাইতে থাকবেন, শুনতে থাকা সেসব চমৎকার হৃদয়কাড়া ইসলামী গানসমূহ।

Loading

শেয়ার করুন: