মেঘনা বার্তা ডেস্ক ॥
বৃহস্পতিবার (১৩ জুন) চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলার বিভিন্ন পেট্রোল পাম্প, পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আাফাত সঞ্চালনা করেন।
পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম সকলের উদ্দেশ্যে বলেন, আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা-২০২৪’কে সামনে রেখে যানযট মুক্ত রেখে সাধারণ মানুষের ভোগান্তি নিরসনে করণীয় বিষয়ে জেলার মোটর মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন এবং পরিবহন মালিক ও জেলা পুলিশ ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। চাঁদপুর শহর যানযট মুক্ত রাখা, শহরে যত্রতত্র অবৈধ পার্কিং, অতিরিক্ত ভাড়া আদায়, ব্যাটারিচালিত ইজিবাইক/অটোরিক্সার দৌড়াত্ম্য, থ্রি-হুইলার চলাচলসহ মনুষ্য সৃষ্ট যানজট পুলিশ ও পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দরা সতর্কতার সাথে সমাধানের সিদ্ধান্ত নেয়।
সভায় উপস্থিত জেলা মোটর মালিক ও শ্রমিক ইউনিয়নের সকল নেতৃবৃন্দরা সার্বিকভাবে জেলা পুলিশকে সহযোগিতার প্রতিশ্রুতি দেয় এবং চাঁদপুর জেলাকে যানযট মুক্ত রাখতে জেলা পুলিশের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা জানান।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) শ্রীমা চাকমা, জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল চাঁদপুর’সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও পরিবহন মালিক, শ্রমিক ইউনিয়নের নেত্রীবৃন্দে উপস্থিত ছিলেন। যেকোন ধরণের অপ্রীতিকর ঘটনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি সম্পর্কে অবগত করতে চাঁদপুর জেলা পুলিশের হটলাইন ০১৩২০-১১৬৮৯৮ নম্বরে কল করুন।