এইচএসসি ও সমমান পরীক্ষায় চাঁদপুর জেলা শহরের চারটি প্রধান কলেজ বাজিমাত

 

নিজস্ব প্রতিবেদক ॥

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে চাঁদপুর জেলা শহরের চারটি প্রধান কলেজ বাজিমাত করেছে। এবছর চাঁদপুর সদরের স্বনামধন্য চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে গড় পাসের হার ৯৬.৬৩ ভাগ ।

এদের মধ্যে চাঁদপুর সরকারি কলেজের পাশের হার সবচেয়ে বেশি । এ কলেজে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫৩৭ জন, কৃতকার্য হয়েছে ৫২৯ জন। জিপিএ ৫ পেয়েছে ১৫৯ জন, অকৃতকার্য ৮ জন। পাশের গড় ৯৮.৬৯ শতাংশ।

চাঁদপুর সরকারি মহিলা কলেজের মোট পরীক্ষার্থী ছিল ৬৬৫ জন, কৃতকার্য হয়েছে ৬৪৩ জন। জিপিএ ৫ পেয়েছে ১১১ জন। অকৃতকার্য হয়েছে ২২ জন। পাশের গড় ৯৬.৬৯ শতাংশ।

পুরান বাজার ডিগ্রী কলেজের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৮৫ জন। কৃতকার্য হয়েছে ৩৭১ জন। জিপিএ ৫ পেয়েছে ৯১ জন। অকৃতকার্য হয়েছে ১৪ জন। পাশের গড় ৯৬.৩৬ শতাংশ।

আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৭৩ জন। কৃতকার্য হয়েছে ৩৫৭ জন। জিপিএ ৫ পেয়েছে ৫২ জন। অকৃতকার্য হয়েছে ১৬ জন। পাশের গড় ৯৫.৭১ শতাংশ।

সকাল ১০টার দিকে গণভবনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও বোর্ডের চেয়ারম্যানগন নিজ নিজ বোর্ডের ফলাফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।
জানা যায়, এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ১১ লাখ ৮ হাজার ৫৯৪ জন। যাদের মধ্যে বিজ্ঞানের ২ লাখ ৫৫ হাজার ৫১২ জন, মানবিকের ৬ লাখ ৪০ হাজার ৮৭৬ জন এবং ব্যবসায় শিক্ষার ২ লাখ ১২ হাজার ২০৬ জন। মাদরাসা বোর্ড থেকে ৯৮ হাজার ৩১ জন ও কারিগরি বোর্ড থেকে ১ লাখ ৫২ হাজার ৭১৭ জন পরীক্ষায় অংশ নেয়।

করোনাভাইরাস মহামারি শুরুর পর এবারই পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে এইচএসসি পরীক্ষা দিয়েছেন শিক্ষার্থীরা। কেবল তথ্যপ্রযুক্তি বিষয়ে ৭৫ নম্বরে পরীক্ষা হয়েছে।

Loading

শেয়ার করুন: