
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র, চাঁদপুর-এর শুভ উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২ জানুয়ারি ) দুপুর ১২টায় চাঁদপুর শহরের কোড়ালিয়া এলাকায় আলহাজ্ব মোশারফ হোসেনের বাড়ি সংলগ্ন এই শিশু পুনর্বাসন কেন্দ্রটি উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসিন উদ্দিন। তিনি বলেন, একটি শিশুকেও যেনো রাস্তাঘাট, বাসস্ট্যান্ড, রেলস্টেশনে ঘুমাতে না হয়। শিশুরা থাকবে মায়ের কোলে। শুধুমাত্র পথশিশু পুনর্বাসনে থাকবে এই শিশু পুনর্বাসন কেন্দ্রটি। একটি শিশুকেও যেনো অযত্নে অবহেলায় বড় হতে না হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নূর আলম দ্বীন।
আয়োজনে ছিলো সমন্বিত শিশু পুর্নবাসন কেন্দ্র, সমাজসেবা অধিদপ্তর, চাঁদপুর। সঞ্চালনায় ছিলেন উপ-প্রকল্প পরিচালক সৈয়দা হাসিনা আক্তার।