একুশে ফেব্রুয়ারি উপলক্ষে চাঁদপুর প্রেসক্লাবের কর্মসূচি

প্রেস বিজ্ঞপ্তি :

একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে চাঁদপুর প্রেসক্লাব। কর্মসূচির মধ্যে রয়েছে- একুশের প্রথম প্রহরে (আজ ২০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা ১ মিনিটে) চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ, ভোরে প্রেসক্লাব ভবনে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন এবং সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান।

স্বাস্থ্যবিধি মেনে এসব কর্মসূচিতে প্রেসক্লাবের সকল পর্যায়ের সদস্যদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী ও সাধারণ সম্পাদক রহিম বাদশা।

Loading

শেয়ার করুন: