স্টাফ রিপোটার ॥
চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের এপিপি ( সহকারি পাবলিক প্রসিকিউটর) হলেন জেলা আইনজীবী সমিতির সাবেক জেনারেল অডিটর ও রেজিস্টারিং অথরিটির সম্পাদক অ্যাড: ইয়াসিন আরাফাত।
অ্যাড: ইয়াসিন আরাফাত ইকরাম ২০১৬ থেকে চাঁদপুর জেলা আইনজীবী সমিতিতে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে আইনপেশায় জড়িত রয়েছেন।
তিনি আইনপেশার পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে জড়িত রয়েছেন । তিনি জেলা যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁদপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও গণমাধ্যমর্কমী হিসেবে চাঁদপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন সুনামের সহিত।
তিনি চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতে এপিপি ( সহকারী পাবলিক প্রসিকিউটর) মনোনীত হওয়ায় আইনজীবীরা ও আদালত সংশ্লিষ্টরা আনন্দিত হয়েছেন। তিনি যেনো সঠিকভাবে তার উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারে এজন্য সকলের দোয়া চেয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ।