ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে : নূর হোসেন পাটওয়ারী

মাহমুদুল মতিন॥

হাইমচর উপজেলার ৪নং নীলকমল ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নির্ধারণে ইউনিয়ন আওয়ামী লীগ এর বিশেষ বর্ধিত সভায় প্রধান বক্তা উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী নেতা কর্মীদের উদ্দেশ্য বলেন, আমাদের দলে একাধিক যোগ্য প্রার্থী আছে সকলকে দলীয় প্রতীক দেয়া সম্ভব নয়। জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকা তুলে দিবেন তার বিজয় অর্জনে সকল মতবেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, নীলকমল ইউনিয়ন আওয়ামী লীগ হাইমচর উপজেলা আওয়ামী লীগের শক্তিশালী ও গুরুত্বপূর্ণ ইউনিট। ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা এক হয়ে কাজ করলে দলীয় প্রার্থী বিজয় অর্জনে কেউ কোন বাধা হয়ে দাঁড়াতে পারবে না।

মঙ্গলবার বিকেল ৫টায় টায়, নীলকমল ইউনিয়নের চেয়ারম্যান বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ বাচ্চু মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন সরদার এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ( ভারপ্রাপ্ত) মোঃ হুমায়ুন কবির প্রধানীয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শাহাজাহান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান চোকদার, সাংগঠনিক সম্পাদক জিএম জাহিদ, দপ্তর সম্পাদক মোঃ মাকসুদ আলম খান, ১ নং গাজীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান গাজী প্রমূখ।

২য় অধিবেশনে প্রার্থী নির্ধারণে চেয়ারম্যান পদে নীলকমল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন সরদার, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ বাচ্চু মোল্লা, ৪ নং নীলকমল ইউনিয়ন আওয়ামী যুব লীগের আহবায়ক মোঃ নবাব মোল্লা ও ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক সউদ আল নাসের সহ ৪জনের নাম প্রস্তাব ও সমর্থন করা হয়।

Loading

শেয়ার করুন: