নিজস্ব প্রতিবেদক:
কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের শাসনপাড়া গ্রামের কাজী বাড়ি সংলগ্ন খালের পাশে শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১টি ড্রেজার ভেঙে গুঁড়িয়ে দিলেন এসি ল্যান্ড বাপ্পী দত্ত রনি।
জানা যায়, বেশ কিছুদিন ধরে সরকারি খালের পাশের জমি থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করছিল শাসনপাড়া গ্রামের কাজী বাড়ির দুলাল ও বালু ব্যবসায়ী খোকনসহ অন্যরা।
স্থানীয়রা জানান, দীর্ঘ দিন ক্ষমতার প্রভাব খাটিয়ে ড্রেজার চালিয়ে বালু উত্তোলন করে আসছে তারা। ফলে আশেপাশের ফসলি জমি গুলো বছর না পেরোতেই বিলীন হয়ে গেছে। ভুক্তভোগী পরিবারগুলো স্থানীয় নেতাদের ভয়ে মুখ খুলতে পারে না।
খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি ঘটনাস্থলে পৌঁছে ড্রেজার ও পাইপ ভেঙে গুঁড়িয়ে দেন। এ সময় ড্রেজার মালিক ও তাদের কর্মচারীরা পালিয়ে যায়।