
কচুয়া প্রতিনিধি ॥
কচুয়ায় অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ ২০২৫ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা খাদ্যগুদামে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মেজবাহ উদ্দিন, উপজেলা প্রকৌশলী আব্দুল আলীম লিটন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ আব্দুস সালাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার কে এম সোহেল রানা, পিআইও রাকিবুল ইসলাম এবং কচুয়া খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল আউয়াল, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম প্রমুখ।
কচুয়া উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা (এলএসডি) মো. আব্দুল আউয়াল জানান, চলতি মৌসুমে সরকারিভাবে কচুয়া উপজেলায় প্রকৃত কৃষকদের কাছ থেকে ৮৯৮ মেট্রিক টন ধান ৩৬ টাকা কেজি দরে সংগ্রহ করা হবে। এ কার্যক্রম ২০ মে থেকে আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলমান থাকবে। এতে নিয়ম মেনে প্রতি একজন কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিক টন করে ধান দিতে পারবেন।