কচুয়ায় ঘূর্ণিঝড় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

কচুয়া উপজেলার আলীয়ারা-রাজবাড়ী বাজারে সম্প্রতি ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে যাওয়া ১৩ জন ক্ষতিগ্রস্থ ব্যবাসায়ীদের প্রতিজনকে দুই বান্ডেল ঢেউটিন, ৬ হাজার টাকার চেক প্রদান ও বিভিন্ন সময়ে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ ১২ জন পরিবারের সদস্যের মাঝে ৫ হাজার টাকা করে সহায়তার চেক দেয়া হয়েছে। উপজেলা দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় উপজেলা পরিষদ সভা কক্ষে মঙ্গলবার কচুয়া উপজেলা চেয়ারম্যান মো. মাহবুব আলম এসব চেক ও ঢেউটিন বিতরন করেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এহসান মুরাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. রাকিবুল ইসলাম, বিতারা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মো. ইসহাক সিকদার, পশ্চিম সহদেবপুর ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Loading

শেয়ার করুন: