নিজস্ব প্রতিবেদক:
কচুয়ায় জামায়াতের ৬ কর্মীকে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ। সোমবার সকালে কচুয়া-গৌরিপুর সড়কের ঘাগড়া গ্রামের সেলিম মাস্টারের বাড়ি সংলগ্ন রাস্তায় নাশকতার চেষ্টাকালে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে : কচুয়া পৌরসভাধীন মাছিমপুর মিয়াজী বাড়ির মৃত আবুল হোসেনের ছেলে মোঃ মঈন উদ্দিন (২৩), মনপুরা বলি মাহমুদ হাজী বাড়ির আবুল বাসারের ছেলে সাব্বির হোসেন (২১), ঘাগড়া প্রধানীয়া বাড়ির মোঃ ইব্রাহিমের ছেলে মোঃ খালেদ (৩০), ফরিদগঞ্জ উপজেলার শোল্লা বরকনদাজ বাড়ির মৃত সালামত উল্লাহর ছেলে মোঃ আবু নোমান (৫৪), কুমিল্লা জেলার হোমনা উপজেলার মাথাভাঙ্গা এলাকার ছয়ফুল্লাকান্দি হাজী বাড়ির মৃত নূরুল ইসলামের ছেলে আবু সাঈদ (৪০) ও ফেনী জেলার পরশুরাম উপজেলার বাউরখুমা অহিদ মাস্টার বাড়ির তাহের আহম্মেদের ছেলে মোঃ তাজুল ইসলাম (২৩)।
কচুয়া থানার ওসি মোঃ মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে চাঁদপুরের বিজ্ঞ আদলতে প্রেরণ করা হয়েছে।