নিজস্ব প্রতিবেদক ॥
চাঁদপুরের কচুয়ায় বিস্ফোরক মামলায় আশ্রাফপুর ইউনিয়নের জামায়াতের আমির মো. শরীফ উল্যাহকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। এর আগে, মঙ্গলবার রাতে উপজেলার আশ্রাফপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. শরীফ উল্যাহ আশ্রাফপুর ইউনিয়নের উত্তর চক্রা গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন কচুয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. ইব্রাহীম খলিল। তিনি জানান, গ্রেফতারকৃত মো. শরীফ উল্যাহর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে চাঁদপুরের আদলতে প্রেরণ করা হয়েছে।