কচুয়া প্রতিনিধি ॥
৭ বছর বয়সী মুশফিকুর রহমান। হৃদপিন্ডে ছিদ্র হয়ে মৃত্যুর কোলে ধুকেধুকে মরছে। মুশফিকুর রহমান চাঁদপুরের কচুয়া উপজেলার তেগুরিয়া গ্রামের অধিবাসী নিরীহ অটোচালক এমরান হোসেনের ছেলে ও চাংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনির ছাত্র।
২০১৮ সালে মুশফিকের হৃদপিন্ডে ছিদ্র ধরা পড়ে। সে থেকে বিভিন্ন জায়গায় চিকিৎসা করেও কোনো উন্নত না হওয়ায় বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসক হৃদপিন্ডের অপারেশনের কথা জানান। কিন্তু মুশফিকুর রহমানের বাবা এমরান হোসেন পেশায় একজন অটোচালক হওয়ায় একমাত্র ছেলের চিকিৎসার ব্যয় ভার বহন করতে হিমসিম খেতে হচ্ছে।
অসুস্থ মুশফিকুর রহমানের বাবা এমরান হোসেন জানান, আমি আমার একমাত্র অসুস্থ ছেলেকে নিয়ে অসহায় অবস্থায় আছি। এলাকাবাসীর সহযোগিতায় আজ শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ (পিজি) হাসাতালে ছেলেকে ভর্তি করা হবে। উন্নত চিকিৎসায় প্রতিমাসে ৫ থেকে ৬ হাজার টাকার ঔষধ লাগে এবং অপারেশন করতে প্রায় ৪ লক্ষ টাকা প্রয়োজন। আমার পক্ষে এতো টাকা যোগাড় করা অসম্ভব হয়ে পড়ছে। তাই আমার শিশু সন্তানের ভবিষ্যতের জন্য এবং তাকে বাঁচাতে সরকারী সাহায্যের পাশাপাশি ধর্নাঢ্য ব্যক্তিদের সাহায্য সহযোগিতা কামনা করছি। কেউ শিশু মুশফিকুর রহমানের চিকিৎসা সহায়তা এগিয়ে আসতে চাইলে তার বাবার বিকাশ (পার্সোনাল) ০১৮২২-৯০৩১১৩ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করেছেন তার অসহায় পরিবার।