নিজস্ব সংবাদদাতা :
প্রাথমিক পর্যায়ে বিদ্যালয় বহিভর্’ত ও ঝরে পড়া শিশুদের শিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে কচুয়ায় অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের আওতায় বেসরকারি সংস্থা সমাহারের আয়োজনে কচুয়া উপজেলা রিসোর্স সেন্টারে অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো চাঁদপুরের সহকারি পরিচালক এমএম সাইদুর রহমান।
উপজেলা শিক্ষা অফিসার এ,এইচ, এম, শাহরিয়ার রসুলেরর সভাপতিত্বে বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রোগাম ম্যানেজার সুজিত সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব উল আলম,প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো: তাজুল ইসলাম ,সমাহরের উপজেলা প্রোগাম ম্যানেজার মো: জাকির হোসেন তালুকদার, কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মো: আলমগীর তালুকদার প্রমূখ।