কচুয়ায় আরবী পড়া শেষে বাড়ি ফেরা হল না শিশু সিহাবের

কচুয়া প্রতিবেদক:

কচুয়া উপজেলার হারিচাইল গ্রামে স্থানীয় আল-আমিন ইসলামিয়া মাদরাসার মক্তব থেকে আরবী পড়া শেষে বাড়ি ফেরার পথে ইজিবাইকের চাপায় পৃষ্ট হয়ে সিহাব হোসেন(৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

সে পাশ্ববর্তী শাহরাস্তি উপজেলার হোসেনপুর গ্রামের মাসুদ রানার ছেলে এবং হারিচাইল হাসিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর ছাত্র।

স্থানীয় এলাকাবাসী জানান মঙ্গলবার সকালে ওই মাদ্রাসার মক্তবে আরবী পড়া শেষে নানার বড়িতে ফেরার পথে ইজিবাইকের ধাক্কায় আহত হয় শিশু শিহাব।

পরে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে মিয়ার বাজার ফয়েজুন্নেসা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Loading

শেয়ার করুন: