কচুয়ায় করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

কচুয়া প্রতিবেদক:

কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের কাপিলা বাড়ি গ্রামে আ: রব(৫৫) জ্বর,সর্দি ও কাশির উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে।

তিনি চট্রগ্রামে গরুর চিকিৎসক হিসেবে কাজ করত। ৭মে বৃহস্পতিবার আ:রব জ্বর,সর্দি ও কাশির উপসর্গ নিয়ে চট্রগ্রাম থেকে কাপিলা বাড়ি মোল্লা বাড়িতে আসে। ৯ মে শনিবার রাতে সে তার গ্রামের বাড়িতেই মারা যায়।

কচুয়া থানার ওসি ওয়ালী উল্লাহ বলেন, ওই ব্যাক্তির সম্পর্কে আমরা শুনেছি,তবে তার করোনা আছে কিনা তা নমুনা পরীক্ষা করলে জানা যাবে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সালাউদ্দিন মাহমুদের সাথে কথা হয়েছে।

Loading

শেয়ার করুন: