কচুয়ায় গৃহবধু খুন : স্বামী ও জা গ্রেফতার

মো: আলমগীর তালুকদার:

কচুয়ায় সীমা বেগম (২২) নামে গৃহবধরূ খুনের অভিযোগে স্বামী নাছির ও জা খালেদাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।১৭ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় পৌরসভার কড়ইশ গ্রামে এ ঘটনা ঘটেছে। জানা গেছে ওই দিন সন্ধ্যায় কড়ইশ গ্রামের মো: ইলিয়াছের ছেলে নাছির তার স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বাহিরে চলে যায়। রাতে গৃহবধুর সীমার পা মটিতে জুলন্ত অবস্থায় লাশ বসত ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখা হয়।

সংবাদ পেয়ে কচুয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে চাঁদপুরের মর্গে প্রেরণ করে। এ সময় থানা পুলিশ সীমার স্বামী নাছির ও জা খালেদাকে আটক করে । বৃহস্পতিবার দুজনকে চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

নিহত সীমার মা বিলকিছ বেগম এজহারে উল্লেখ করেন সীমার জা খালেদা বেগমের সাথে পরকিয়া সম্পর্কের জের ধরে আমার মেয়ে সীমাকে তার স্বামী নাছির ও জা খালেদা মিলে খুন করেছে।

কচুয়া থানার ওসি মো: মহিউদ্দিন বলেন, সীমার মা বাদী হয়ে নাছির ও খালেদাকে এজাহর নামীয় এবং অজ্ঞাত ২/৩জনকে বিবাদী করে কচুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

Loading

শেয়ার করুন: