নিজস্ব সংবাদদাতা :
একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট ইতিহাসবিদ ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. মুনতাসীর মামুনের মা ও প্রয়াত এমপি মিসবাহ উদ্দিন খানের স্ত্রী জাহানারা বেগমের কুলখানি ১৯ ফেব্রুয়ারি শুক্রবার ।
এ উপলক্ষে মরহুমার পরিবারের পক্ষ থেকে কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের গুলবাহারে কুরআন খতম,মিলাদ,কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওইদিন বাদ জুমা আশেক আলী খান স্কুল এন্ড কলেজ মসজিদে দোয়া ও মিলাদে অংশ গ্রহন করার জন্য মরহুমার জেষ্ঠ সন্তান অধ্যাপক ড. মুনতাসীর মামুন আত্মীয় স্বজন , শুভানুধ্যায়ী ও এলাকাসীকে অনুরোধ করেছেন।
প্রসংগত। জাহানারা বেগম বার্ধক্য জনিত কারনে ৯ জানুযারি শনিবার ঢাকায় ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ..রাজিউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জৈষ্ঠ সন্তান একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট ইতিহাসবিদ ঢাকা বিশ^বিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ারের অধ্যাপক ড. মুনতাসির মামুন তাঁর প্রয়াত পিতা আলহাজ¦ মিসবাহ্ উদ্দীন খানের রুহের মাগফিরাত কামনা করে আত্মীয়স্বজন ও কচুয়াবাসীসহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।