কচুয়া প্রতিনিধি ॥
কচুয়ায় শান্তিপূর্ণভাবে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রবিবার অনুষ্ঠিত এইচএসসি ও আলিম পরীক্ষায় ২ হাজার ৬শত ৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ৬শ ১৮জন পরীক্ষার্থী অংশগ্রহন করেন। তন্মধ্যে ৭৬জন পরীক্ষার্থী প্রথম দিনে অনুপস্থিত রয়েছেন। এ বছর কচুয়ায় ৭টি কেন্দ্রে এইচএসসি ও আলিম পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা নকলমুক্ত ও শান্তিপূর্ণভাবে শেষ করতে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসান ও এসিল্যান্ড ইবনে আল জায়েদ হোসেন কচুয়ার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।
এইচএসসি ও সমমান পরীক্ষার ১ম দিনে কচুয়ায় নকলমুক্ত ও শান্তিপূর্ন পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে ।
এদিকে কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে ৬৩৫জন,সাচার ডিগ্রি কলেজে ২৯৪জন,শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজে ১৬৫জন,পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজে ৩৮১জন,আশেক আলী খান উচ্চ বিদ্যালয় ও কলেজে ৪০১জন ও নিন্দপুর এমকে আলমগীর উচ্চ বিদ্যালয় ও কলেজে ২৪৫ জন এবং নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসা কেন্দ্র থেকে ৪৯৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেন।