কচুয়া প্রতিনিধি ॥
কচুয়ায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন ও শেখ রাসেল দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি,আলোচনা সভা,পুরস্কার বিতরন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি উপজেলা পরিষদের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির।
এ সময় এসিল্যান্ড ইবনে আল জায়েদ হোসেন,মুক্তিযোদ্ধা আব্দুল মবিন,জাবের মিয়া,ওসি ইব্রাহিম খলিল,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার,আইসিটি কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসেন,যুব উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ মাহবুব উল আলম,ইউআরসি কর্মকর্তা মো. জাকির হোসেন,উপজেলা কৃষি অফিসার সোফায়েল হোসেন,সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা মাসুদুল হাসান,উপজেলা প্রকৌশলী আব্দুল আলিম লিটন,সমবায় অফিসার দেলোয়ার হোসেন,মুক্তিযোদ্ধা আনোয়ার সিকদার,কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুজন পোদ্দার,সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন সহ জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।