কচুয়ায় স্মার্ট কার্ড বিতরণ শুরু

আলমগীর তালুকদার :

কচুয়া নিবন্ধিত ভোটারদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ১৪ মার্চ রবিবার কচুয়া উপজেলার সাচার ইউনিয়নের সাচার বহুমূখী উচ্চ বিদ্যালয়ে ২০১৯ সালের নিবন্ধিত ভোটারদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়।

এ সময় ইউপি চেয়ারম্যান মো: মনির হোসেন,উপজেলা নির্বাচন অফিসার কাজী আবুবকর সিদ্দিক স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ উদ্বোধন করেন।

এ সময় উপজেলা নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর মো: মমিনুল হক ,মো: আলমগীর হোসেন নতুন ভোটারদের মাঝে দিনব্যাপি স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করেন।

কচুয়া উপজেলা নির্বাচন অফিসার কাজী আবুবকর সিদ্দিক জানান এ পর্যায়ে ১টি পৌরসভা ও ১২ টি ইউনিয়নের প্রায় ২২ হাজার নিবন্ধিত ভোটারদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরন করা হবে। ১৪ মার্চ রবিবার সাচার উচ্চ বিদ্যারয় ,১৫ মার্চ পাথৈর ইউনিয়নের পাথৈর ইউনিয়ন পরিষদ,১৬ মার্চ বিতারা ইউনিয়নের বিতারা ইউনিয়ন পরিষদ,১৮ মার্চ পালাথাল মডেল ইউনিয়নের পরিষদ,২১ মার্চ পশ্চিম সহদেবপুর ইউনিয়নের পরিষদ,২২ও ২৮ মার্চ মার্চ গোহট উত্তর ইউনিয়নের পরিষদ,২৩ও ৩০ মার্চ গোহট দক্ষিন ইউনিয়নের পরিষদ,২৪ মার্চ কাদলা ইউনিয়নের ইউনিয়ন পরিষদ,২৫ মার্চ কড়ইয়া ইউনিয়নের ইউনিয়ন পরিষদ,৩১মার্চ আশ্রাফপুর ইউনিয়নের ইউনিয়ন পরিষদ,১এপ্রিল কচুয়া পৌরসভার বঙ্গবন্ধু সরকারি কলেজ। তাছাড়া বাদপড়া ভোটারগনের কার্ড উপজেলা নির্বান অফিস থেকে বিতরণ করা হবে। প্রসংগত : স্মার্ট জাতীয় পরিচয়পত্র গ্রহনের সময় ভোটার নিবন্ধন স্লিপ সাথে করে আনতে হবে।

Loading

শেয়ার করুন: