কচুয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

কচুয়া প্রতিনিধি ॥

কচুয়া-হাজীগঞ্জ-গৌরিপুর সড়কে ঘুরতে এসে ডুমুরিয়া এলাকায় ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল চালক নিলম পাটোয়ারী নিহত হয়েছেন। এতে আজাদ গাজী নামের অপর একজন গুরুতর আহত হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। নিহত নিলম পাটোয়ারী ফরিদগঞ্জ উপজেলার রূপসা গ্রামের মুহিত পাটোয়ারীর ছেলে ও আহত আজাদ গাজী চাঁদপুরের ইচুলী ঘাট এলাকার বাচ্চু মিয়ার ছেলে। আহত আহজাদ গাজীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরন করা হয়েছে।

কচুয়া থানার ওসি (তদন্ত) হারুন অর রশিদ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে ঘাতক ট্রাকটি জব্দ করি এবং নিহতের লাশ উদ্ধার করা হয়েছে ।

Loading

শেয়ার করুন: