কচুয়ায় ২ হাজার পিচ ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

কচুয়া প্রতিনিধি ॥

কচুয়ায় ২ হাজার পিচ ইয়াবা ও গাঁজাসহ আব্দুল মোমেন নামের এক মাদক কারবারিকে আটক করেছে চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে খাজুরিয়া এলাকায় বাসে তল্লাসি চালিয়ে বিভাগীয় উপ-পরিদর্শক মোহাম্মদ মজিবর রহমান,সহকারী উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম ও সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ইয়াবা ও গাঁজাসহ তাকে করা হয়।

আটককৃত মাদক কারবারি আব্দুল মোমেন কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার ইউনুছখালী জামালপাড়া গ্রামের ফরিদ আহমেদের ছেলে। আটককৃত মাদক করবারি আব্দুল মোমেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর চাঁদপুরের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

Loading

শেয়ার করুন: