আলমগীর তালুকদার:
কচুয়ায় বাস সিএনজি মুখোমূখী সংঘর্ষে কবির হোসেন নামে ১জন ঘটনাস্থলে নিহত ও অপর তিন জন আহত হয়েছে।১১ মার্চ বৃহস্পতিবার দুপুরে উপজেলার কচুয়া-ঢাকা সড়কের হাটমূড়া নামক স্থানে ঢাকাগামী আল-আরাফাহ (ঢাকা-মেট্রো-ব-১৫-৭৮৪৮)পরিবহনের বাসের সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় ঘটনাস্থলে সিএনজির যাত্রী উপজেলার বারৈয়ারা গ্রামের মৃত চাঁনমিয়ার ছেলে কবির হোসেন ঘটনাস্থলে নিহত হয়। আশংকাজনক অবস্থায় সিএনজি চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
স্থানীয়রা জানান আহত অজ্ঞাত অপর তিনজনকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (গৌরীপুরে) নিয়ে যাওয়া হয়। অপরদিকে সংবাদ পেয়ে সাচার পুলিশ ফাঁড়িগর ইনচার্জ মো: আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছে আল-আরাফাহ পরিবহনের বাস ও সিএনজি জব্দ করে এবং লাশ ময়না তদন্তের জন্যে চাঁদপুরের মর্গে প্রেরণ করে।
কচুয়া থানার ওসি মো: মহিউদ্দিন জানান বাস ও সিএনজি আমাদের হেফাজতে রয়েছে,লাশ ময়না তদনের জন্যে মর্গে প্রেরণ করেছি। অভিযোগ দায়েরের পরিপ্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।