কচুয়া প্রতিনিধি ॥
কচুয়া থানার নতুন ওসি তদন্ত হিসেবে মো. হারুন অর রশিদ যোগদান করেছেন। কচুয়া থানার বিদায়ী ওসি তদন্ত মো. ছানোয়ার হোসেনের স্থলে তিনি এ পদে ১৮ অক্টোবর যোগদান করেন। এর আগে তিনি মতলব দক্ষিন থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন।
তিনি ২০০৭ সালে উপ-পরিদর্শক (এসআই) হিসেবে সর্বপ্রথম বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। হারুন অর রশিদ শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বাসিন্দা। তাঁর পিতা মো. শামছুল হক বেপারী। কচুয়া থানার সার্বিক আইনশৃঙ্খলা উন্নয়নে ও পেশাগত সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।