টানা দ্বিতীয় বারের মতো নির্বাচিত কচুয়া পৌর মেয়র মো. নাজমুল আলম স্বপন ও নবনির্বাচিত কাউন্সিলরগনের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ বুধবার চট্টগ্রাম সার্কিট হাউজে বিভাগীয় কমিশনার আয়োজনে চট্রগ্রাম বিভাগয়ি এবিএম আজাদ (এনডিসি) নবনির্বাচিত কচুয়া পৌর মেয়র ও কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান। একই দিনে আরো কয়েকটি উপজেলা থেকে নির্বাচিত পৌর মেয়র ও কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করা হয়।
কচুয়ায় কাউন্সিলর পদে শপথ নিলেন যারা: ১নং ওয়ার্ডে মো. নজরুল ইসলাম, ২নং ওয়ার্ডে মো. তাজুল ইসলাম রাজু, ৩নং ওয়ার্ডে মাহারুন আল মিলি, ৪নং ওয়ার্ডে মো. জাহাঙ্গীর আলম, ৫নং ওয়ার্ডে মো. আমিনুল হক মিয়াজী, ৬নং ওয়ার্ডে মো. আব্দুল মান্নান,৭নং ওয়ার্ডে মো. কামাল হোসেন অন্তুর, ৮নং ওয়ার্ডে মো. মাসুদ আলম প্রধান ও ৯নং ওয়ার্ডে মো. আবুল খায়ের রুমি।
এছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর হিসেবে ১,২,৩নং ওয়ার্ডে জোহরা আক্তার, ৪,৫ ও ৬ নং ওয়ার্ডে পারুল আক্তার ও ৭,৮,৯ নং ওয়ার্ডে রোকেয়া বেগম শপথ গ্রহণ করেছেন।