কচুয়া বাজার ব্যবসায়ী রেনু মিয়া আর নেই

কচুয়া প্রতিনিধি ॥

কচুয়া পৌর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা মো. রেনু মিয়া সওদাগর আর বেচেঁ নেই (ইন্নালি…. রাজিউন)। তিনি সোমবার রাত ১১টার দিকে কচুয়া বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পথিমধ্যে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। তিনি স্ত্রী, ৪ মেয়ে ও বহুগুনগাহী রেখে গেছেন।

প্রয়াত ব্যবসায়ী রেনু মিয়া সওদাগর কড়ইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ আব্দুস সালাম সওদাগরের ভাই।

এদিকে মঙ্গলবার দুপুরে পৃথক দুটি জানাযা শেষে মরহুমের লাশ লুন্তি গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ব্যবসায়ী রেনু মিয়া সওদাগরের মৃত্যুতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি,উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী,পৌর মেয়র নাজমুল আলম স্বপন,কচুয়া পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভুঁইয়া,সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাড. হেলাল উদ্দিন,কচুয়া বাজার ব্যবসায়ীর সমিতির সভাপতি জাকির হোসেন বাটা,কচুয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা আনোয়ার সিকদার শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।

Loading

শেয়ার করুন: