কবর জিয়ার‌তের মধ‌্যদি‌য়ে  দীপু ম‌নির নির্বাচনী প্রচারনা শুরু 

 নিজস্ব প্রতিবেদক :
বাবা ও মায়ের কবর জিয়ার‌তের মধ‌্যদি‌য়ে নিজ জন্মস্থান রামপুর ইউ‌নিয়ন থে‌কে নির্বাচনী প্রচারনা শুরু কর‌লেন শিক্ষামন্ত্রী ডা. দীপু ম‌নি এম‌পি।  মঙ্গলবার দুপু‌রে প্রথ‌মে রাঢ়ীরচর পাটওয়ারী বা‌ড়ি‌তে  স্বজন‌দের কবর জিয়ার‌তের পর দেবপুর দরপুর দরবার শরী‌ফের পীর সারহ‌বের কবর জিয়ারত, ইউ‌নিয়‌নের ছোট সুন্দর বাজা‌রে পথসভা, কামরাঙ্গা উচ্চ বিদ‌্যালয় মাঠে জনসভা, আলগী এলাকায় বেশ ক‌য়েক‌টি উ‌ঠোন বৈঠকে বক্তব‌্য রা‌খেন। এসময় শিক্ষামন্ত্রী দীপু ম‌নি ব‌লেন, আ‌মি আপনাদের সন্তান, আপনা‌দের বোন। আপনা‌রা ২০০৮ সা‌লে ভোট দি‌য়ে আমা‌কে নির্বা‌চিত ক‌রে‌ছি‌লেন। আপনারা ভোট দি‌য়ে‌ছি‌লেন ব‌লেই ৩৫ বছর পর চাঁদপ‌ু‌রে নৌকার প্রা‌র্থি বিজয়ী হ‌য়ে‌ছে। সেই নির্বাচ‌নে জয়ী হওয়র পর থে‌কে আমার প্রতিশ্রু‌তি রক্ষা কর‌তে উন্নয়ন কাজগ‌লো ক‌রে‌ছি।
গত ১৫‌টি বছর আ‌মি চাঁদপুর ৩ নির্বাচনী এলাকায় যেভাবে নিরলসভা‌বে ‌কাজ করার চেষ্টা ক‌রে‌ছি। সেভা‌বে আগামী ৭ জানুয়া‌রি  আপনা‌দের মে‌য়ে‌কে, আপনা‌দের দীপু ম‌নি‌কে নৌকায় ভোট দি‌য়ে সেবা করার সু‌যোগ ক‌রে দি‌বেন।
শেখ হাস‌নিার দৃঢ় নেতৃ‌ত্বের কথা তু‌লে ধ‌রে দীপু ম‌নি ব‌লেন, নৌকা মর্যাদার প্রতীক। এই‌যে দেশ এত উন্নত হ‌য়ে‌ছে শেখ হা‌সিনার স‌ঠিক নে‌তেৃ‌ত্বে। তাহ‌লে যে স‌ঠিকভা‌বে দেশ চালা‌তে পা‌রে তা‌কেই‌তো বারবার দরকার তাই না? আমরা এখন য্নে ভাল আ‌ছি তেম‌নি আগামী‌তেও যেন ভাল থা‌কি। আমরা জ্বালাও পোড়াও বিশ্বাস ক‌রি না, আমরা অশ্বা‌ন্তি চাই না আমরা শা‌ন্তি‌তে থাক‌তে চাই। আমা‌দের ভ‌বিষ‌্যৎ প্রজন্মের জন‌্য শেখ হা‌সিনার সরকার বাবরবার দরকার।
উন্নয়‌নের কা‌জের কথা উ‌ল্লেখ ক‌রে দীপু ম‌নি ব‌লেন, আ‌মি নির্বা‌চিত হওয়ার পর চাঁদপুর বাসীর কষ্ট লাগ‌বে নদী ভাংগন রোধে স্থায়ী বাঁ‌ধের বন্ধ‌বোস্ত ক‌রে‌ছি। চ‌াঁদপুর হাইচর এলাকায় শিক্ষার মান‌ন্নোয়‌নে শত শত শিক্ষা প্রতিষ্ঠা‌নের উন্নয়ন হ‌য়ে‌ছে। রাস্ত ঘাট ব্রিজ কালভাট হ‌য়ে‌ছে, শতভাগ বিদ‌্যুৎয়ান হ‌য়ে‌ছে। এখন প্রত্যেক ঘ‌রে বিদ‌্যুৎ র‌য়ে‌ছে।
এসময় জেলা আওয়ামী লী‌গের সাংগঠ‌নিক সম্পাদক তাফাজ্জল হো‌সেন এসডু, অ‌্যাড‌ভো‌কেট মু‌জিবুর রহমান ভূঁইয়া, সহ  দপ্তর সম্পাদক অ‌্যাড‌ভো‌কেট রন‌জিত রায় চৌধুরী, সদস‌্য আইয়ুব আলী বেপারী, সদর উপ‌জেলা আওয়ামী লী‌গের  সভপ‌তি নুরুল ইসলাম না‌জিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী, বাংলা‌দেশ যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী ক‌মি‌টির সদস‌্য জাফর ইকবাল মুন্না,  জেলা কৃষক লী‌গের আহবায়ক আব্দুল আ‌জিজ খান বাদল, সদস‌্য স‌চিব আব্দুল হান্নান সবুজ, ইউ‌নিয়ন আওয়ামী লী‌গের সভাপ‌তি মির্জা শহীদুুল ইসলাম সাধারণ সম্পাদক আল মামুন লিটু, সহ সভাপ‌তি ও ইউ‌নিয়ন প‌রিষদের চেয়ারম‌্যান আল মামুন পাটওয়ারী, ইউ‌নিয়ন যুব লী‌গের সভাপ‌তি আহসান হাবীব পাটওয়ারী,  সাধারণ সম্পাদক মোহ‌সিন খান, ম‌হিলা আওয়ামী লী‌গের সভাপ‌তি সে‌লিনা বেগম, সাধারণ সম্পাদক জু‌লেখা বেগম, স্বেচ্ছা‌সেবক লী‌গের আহবায়ক ম‌মিন উ‌দ্দিন পাটওয়রী, যুগ্ম আহবায়ক ইসলাম।

Loading

শেয়ার করুন: