নিজস্ব প্রতিবেদক ॥
চাঁদপুর জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয়ক কমিটির আয়োজনে জেলা পুলিশ সুপার ও সংগঠনের প্রধান উপদেষ্টার বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৮ জুলাই বিকেলে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন সংবর্ধিত জেলা পুলিশ সুপার সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার)। তিনি তাঁর বক্তব্যে বলেন, আমি যখন এ জেলায় এসেছি। তখন করোনার প্রকোপ ছিলো বেশি। জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করতে হয়েছে। সে সময় সহযোগী হিসেবে অন্যান্য সামাজিক সংগঠন ও কমিউনিটি পুলিশিংকে পেয়েছি। তিনি আরো বলেন, কমিউনিটি পুলিশিং এ জেলায় শক্তিশালী। আইজিপি স্যারও এ জেলার কমিউনিটি পুলিশিং সম্পর্কে ভালো জানেন। বর্তমানে কিশোর গ্যাং অন্যান্য জেলার মতো চাঁদপুরে। এখানে কমিউনিটি পুলিশিং পাড়া-মহল্লায় শক্ত অবস্থানে থাকায় অপরাধ প্রবণতা কম। বিশেষ করে চাঁদপুরে রাজনৈতিক অঙ্গণে প্রতিহিংসা ছিলো না। এজন্যে পুলিশের বেঘ পোহাতে হয় না। চাঁদপুরে বরং সকলের সহযোগিতা পেয়েছি। আমি ভালো ছিলাম এবং সকলকে নিয়ে ভালো থাকতে পেরেছি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয়ক কমিটির প্রধান সমন্বয়ক সুদীপ্ত রায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ, জেলা কমিটির উপদেষ্টা ও স্বাধীনতা পদকপ্রাপ্ত ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী ও অজয় কুমার ভৌমিক প্রমুখ।
জেলা কমিটির সভাপতি ডাঃ এস এম সহিদ উল্লাহর সভাপতিত্বে ও সহ-সভাপতি ডাঃ পীযুষ কান্তি বড়ুয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা কমিটির সভাপতি সালেহ উদ্দিন আহমেদ জিন্নাহ, পৌর কমিটির সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, মতলব দক্ষিণ পৌর কমিটির সাধারণ সম্পাদক গণেশ ভৌমিক, জেলা পুনাকের প্রতিনিধি শ্রিপা রাণী দাস। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসিন আরাফাত, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ মহসীন আলম, জেলা কমিটির সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, সাধারণ সম্পাদক সূফী খায়রুল আলম খোকন, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ওমর ফারুকসহ পুলিশ ও কমিউনিটি পুলিশিংয়ের কর্মকর্তাগণ।