করোনা নামিয়ে চাঁদপুর জেলার সর্বশেষ অবস্থা

মেঘনাবার্তা রিপোর্ট:

১৩ এপ্রিল চাঁদপ্রর থেকে ২৬ টি নমুনা টেস্টের জন্যে ঢাকা পাঠানো হয়েছে। আগামীকাল সকালে পাঠানো হবে ৩৪টি। এ নিয়ে সর্বমোট নমুনা টেস্টের জন্যে চাঁদপুর জেলা থেকে পাঠানো হয়েছে ১০৯টি।

এর মধ্যে ৪৯টির রেজাল্ট পাওয়া গেছে। আর ৬০টির রেজাল্ট অপেক্ষমান। ৪৯টির মধ্যে ৪৫টি নেগেটিভ হয়েছে। আর ৪টি পজিটিভ হয়েছে।

আগামীকাল সন্ধ্যা নাগাদ অথবা বুধবার ২৬টির রেজাল্ট আসার সম্ভাবনা আছে বলে জানিয়েছে চাঁদপুরের সিভিল সার্জন ।

Loading

শেয়ার করুন: