কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় সকলকে জামায়াতের পতাকাতলে শামিল হওয়ার আহ্বান

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলার উপজেলা আমীর ও সেক্রেটারিদের মাসিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য মোঃ মোবারক হোসাইন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোঃ মোবারক হোসাইন বলেছেন, চাঁদপুর জেলার প্রশাসনিক অফিসগুলোর সকল ধরনের সেবা কার্যক্রম যেনো সাধারণ মানুষের জন্যে নির্ধারিত হয়, সেদিকে জামায়াতের নেতা-কর্মীদের নজর রাখতে হবে। তিনি রোববার (২৪ নভেম্বর ২০২৪) সন্ধ্যায় চাঁদপুর জেলা জামায়াতের কার্যালয়ে উপজেলা আমীর ও সেক্রেটারিদের মাসিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. মোঃ শাহজাহান মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী জেলা আমীর মাওলানা আঃ রহিম পাটওয়ারী। বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর অ্যাড. মাসুদুল ইসলাম বুলবুল। উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারী, কর্মপরিষদ সদস্য, উপজেলা আমীর ও সেক্রেটারীবৃন্দ।

প্রধান অতিথি বক্তব্যে আরো বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের পর জামায়াতে ইসলামী এদেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। মানুষের প্রত্যাশার জায়গা বেড়ে যাওয়ায় জামায়াতের দায়িত্ব বেড়ে গেছে। আসন্ন নির্বাচনে জামায়াতের প্রার্থীগণকে মানুষের কাছে ছুটে যাওয়ার জন্যে বলেন তিনি। মানুষের কাছে গিয়ে নিজেদেরকে জামায়াতের প্রার্থী বলে পরিচয় দিতে বলেন। কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সকল মানুষকে জামায়াতের সংগঠনে শামিল করার দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।

Loading

শেয়ার করুন: