কাল ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াডে অংশ নিচ্ছে ৮শত শিক্ষার্থী

meghnabarta logo

নিজস্ব প্রতিনিধি ॥

বন্যপ্রাণী সংরক্ষণ ও ব্যবস্থাপনা বিষয়ে কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে বন অধিদপ্তর বিভিন্ন সময়ে নানা কর্মসূচি পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের অধীনে দেশের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের ওয়াইল্ডলাইফ নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে ৬৪ জেলায় আয়োজন করা হয়েছে ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড।

চাঁদপুরে আগামী শুক্রবার ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াডে অংশ নিচ্ছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৮শত শিক্ষার্থী। সকাল ৯টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে জাতীয় পাতাকা ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে এর উদ্বোধন করবেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।

চাঁদপুর সরকারি কলেজ অধ্যক্ষ অসিত বরণ দাসের সভাপতিত্বে ও সাংবাদিক আলম পলাশের সঞ্চালনায় এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা ছাড়াও উপস্থিত থাকবেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান,জেলা বন কর্মকর্তা মো.তাজুল ইসলামসহ অন্যান্যরা। দিনব্যাপী এই অলিম্পিয়াডের অংশ হিসেবে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসূচীও রাখা হয়েছে।

পূর্ব থেকে নিবন্ধিত দুইটি ক্যাটাগরিতে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির সকল মাধ্যমিক, উচ্চ-মাধ্যমিক, কারিগরি, মাদ্রাসা বা সমমান পর্যায়ের যেকোন শিক্ষার্থী স্কুল/কলেজ ক্যাটাগরিতে এই অলিম্পিয়াডে অংশ নিবে । জেলা পর্যায়ের বিজয়ীদের নিয়ে ঢাকায় আয়োজিত হবে জাতীয় পর্যায়ের অলিম্পিয়াড। বিজয়ীদের জন্য থাকবে লক্ষাধিক টাকার পুরস্কার।

Loading

শেয়ার করুন: