কুমিল্লার সাথে প্রথম ম্যাচে ৫১ রানে চাঁদপুর অনুর্ধ্ব ১৮ দলের জয়

স্টাফ রিপোটার :

বাংলাদেশ ক্রিকেট বোডের আয়োজনে হবিগঞ্জে শুরু হয়েছে শেখ কামাল জোনাল অনুর্ধ্ব ১৮ ক্রিকেট টুনামেন্ট। এ টুনামেন্টে বুধবার জয় পেয়েছে চাঁদপুর জেলা অনুর্ধ্ব ১৮ দল । চাঁদপুরের দলটি আগামী ৬ নভেম্বর খেলবে সুনামগঞ্জের সাথে।

হবিগঞ্জ স্টেডিয়ামে বুধবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন চাঁদপুর। তারা ৪৪ ওভার ৫ বলে সবক’টি উইকেট হারিয়ে ১২২ রান করে।

কুমিল্লা জেলা দল ১২৩ রানের জয়ের টাগেট নিয়ে খেলতে নামেন। তারা ৩৫ ওভার ১ বলে সবক’টি উইকেট হারিয়ে ৭১ রান করেন। চাঁদপুর জেলা দল ৫১ রানের জয় নিয়ে মাঠ ছাড়েন।

চাঁদপুর জেলা দলের খেলোয়াড়রা হলো – রায়হান, হিমেল, সায়েম, তানভীর, তন্ময়, খান মাহমুদ, সিহাব, দেবপ্রিয়, তাজরিন, মাহফুজ, সাজ্জাদ, জহির, নাসির, তরুন ও মারুফ। কোচ জয়নাল আবেদীন, টিম ম্যানেজার রাফসান জানি ও ট্রেনার ইসমাইল।

চাঁদপুর জেলা দল শক্তিশালী কুমিল্লার সাথে জয়লাভ করায় অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসান, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও পুলিশ সুপার মিলন মাহমুদ, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু সহ কাযকরী কমিটির সদস্যবৃন্দ।

Loading

শেয়ার করুন: