
নিজস্ব প্রতিনিধি:
২৩-২৫ অক্টোবর ২০২৪ পর্যন্ত তিন দিন ব্যাপী ‘৭ম ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট কুর্মিটোলা গলফ কোর্সে শুরু হয়েছে। ‘ড্যাফোডিল ফ্যামিলি’র চেয়ারম্যান জনাব ড. মোঃ সবুর খান প্রধান অতিথি হিসেবে (২৫ অক্টোবর) সকালে আনুষ্ঠানিকভাবে এই টুর্ণামেন্টের উদ্বোধন করেন।
টুর্নামেন্টে অংশগ্রহনকারী সম্মানিত সদস্যগণ ছাড়াও ছাড়াও কুর্মিটোলা গলফ ক্লাবের ক্লাব ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ তৌহিদ হোসেন, এসজিপি, এনডিসি, পিএসসি, টুর্ণামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অবঃ), ড্যাফোডিল ফ্যামিলি’র প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. মোঃ নাদির বিন আলী, প্রকল্প পরিচালক (উন্নয়ন) মেজর মোঃ আরমান আলী ভ‚ইয়া (অবঃ), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ ড. মাহামুদুল হাসান, সংশ্লিষ্ট ক্লাবের এক্সিকিউটিভ কমিটির সদস্যবৃন্দ, ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্ণেল মোঃ শহিদুল হক (অবঃ), ক্লাব সেক্রেটারি কর্ণেল এস এম সাজ্জাদ হোসেন, কুর্মিটোলা গলফ ক্লাবের লেডি ক্যাপ্টেন প্রফেসর শাহীন মাহবুবা হক, ক্লাবের জেনারেল ম্যানেজার, ক্লাব এ্যাফেয়ার্স লেঃ কর্ণেল আবু মোঃ সাইদুর রহমান (অবঃ), ক্লাবের জেনারেল ম্যানেজার, গলফ অপারেশনস লেঃ কর্ণেল মোঃ আনোয়ার হোসেন (অবঃ), ড্যাফোডিল ফ্যামিলির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উক্ত ট‚র্নামেন্টে কুর্মিটোলা গলফ ক্লাবের দেশী/বিদেশী সদস্যগনসহ দেশের সকল গলফ ক্রাবের প্রায় ৬৫০ জন গলফার অংশগ্রহণ করেন।