নিজস্ব প্রতিনিধি:
চাঁদপুর সদর তরপুরচণ্ডী এলাকায় গ্যাস ও তেল খনিজ সম্পদ খুঁজতে চলছে বাপেক্স। ১৫ নভেম্বর (শুক্রবার) সকাল ১০টার সময় ডগার বিলে দেশের খনিজ সম্পদ অনুসন্ধান চলছে।
মাটি খননের সময় তারা জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খনিজ সম্পদ জ্বালানি মন্ত্রালয়ের বাপেক্স এর অধীনে তেল ও গ্যাস খনিজ সম্পদ অনুসন্ধান। টু দি সাইন্স মিক জরিপ কাজ চলছে। এটা একটি রাষ্ট্রীয় কাজ। আমরা সাধারণত তেল-গ্যাস অনুসন্ধানে কাজ করছি। কিন্তু আমরা আশা করতেছি যে এসব এলাকাতে গ্যাস সম্ভাবনা পেতে পারি। কিন্তু আমরা এখনো বলতে পারবো না। এটা আরো পরীক্ষা নিরীক্ষা পর রেজাল্ট আসবে। আরো ২-৩ মাস সময় লাগবে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর দেন একটা ইন্সুর করা যাবে কোন সম্পদ আছে কিনা না।
তারা আরো বলেন, আমাদের তিনটি ভাগে কাজ করা হচ্ছে। প্রথম পর্যায়ে এলাকায় এই পয়েন্টা সার্ভেয়ার করে নেওয়া হয়েছে। দ্বিতীয় ধাপ এখানে গত করে এক্সক্লুসিভ রেখে যাচ্ছে। তৃতীয় ধাপ এসে ৮-১০ দিন পর এসে এটাকে শুট করবে।তারপর কম্পিউটার মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবে। গ্যাস ও তেল খনিজ সম্পদ আছে কিনা।
খনিজ সম্পদ অনুসন্ধানের সময় স্থানীয়রা অনেক বীর জমায়। দেখতে আসে ডগার বিলে মানুষরা কি কারনে এত মেশিনপত্র দিয়ে আসে। আমরা কোনদিনও এরকম দেখি নাই।