খেলাধুলায় মনোযোগি হলে মোবাইলের প্রতি আসক্তি কমে যাবে : শিক্ষামন্ত্রী

 

 

নিজস্ব প্রতিনিধি ॥

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টর্ণামেন্ট (বালক অনুর্ধ্ব ১৭) এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এ খেলায় চাঁদপুর পৌরসভা দল ট্রাইব্রেকারে হাজীগঞ্জ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরর অর্জন করেছে। অন্যদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুনেচ্ছা জাতীয় গোল্ডকাপ ফুটবল টর্ণামেন্ট (বালিকা অনুর্ধ্ব ১৭) এর ফাইনাল খেলায় চাঁদপুর পৌরসভা দল মতলব দক্ষিণ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরর অর্জন করেছে।
শুক্রবার বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানাআপ দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। এসময় তিনি বলেন, খেলাধুলার মধ্যদিয়ে কিশোর কিশোরীরা সুস্বস্থ্যবান হয়ে গড়ে উঠবে। খেলাধূলার মধ্যদিয়ে এখন যে মোবাইলের প্রতি আসত্তিটা কমে আসবে বলে আমি মনে করি। এ টুর্ণামেন্টের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু ও মহিয়সী নারী বঙ্গমাতার বর্ণাঢ্য জীবন সম্পর্কে কিশোর কিশোরীরা জানতে পারবে। এ টুর্ণামেন্ট থেকেই জাতীয় পর্যায়ের খেলোয়ার গড়ে উঠবে। খেলাধূলার মধ্যদিয়ে শিশু-কিশোর তরুন-তরনী নকলে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদসহ সকলের সামজিক ব্যাধি থেকে যেন দূরে থাকা সম্ভব।

তিনি আরও বলেন, আজকে বালক ও বালিকা দুটি খেলায়ই চাঁদপুর পৌরসভা দল চ্যাম্পিয়ন হয়েছে তাদের প্রতি রইল আমার অভিবাদ, এছাড়াও রানার আপ দল মতলব দক্ষি ও হাজীগঞ্জ দলের সকলের প্রতিও আমার অভিবাদন রইল। এভাবে তোমারা খেলাধুলার মধ্যে থেকে নিজেকে সুস্থ ও সুন্দর মানুষ হিসেবে গড়ে তুলবে বলে আমি বিশ্বাস করি।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল।

এসময় পাকলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রনজিত রায় চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, জেলা ক্রীড়া অফিসার তারিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, পৌরসভার প্যানেল মেয়র অ্যাডভোেেকট হেলাল হোসেনসহ ফাইনাল খেলায় অংশগ্রহণকারী দলগুলোর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Loading

শেয়ার করুন: