
আরেফিন সুমন ॥
চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের ৮১ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মোঃ মোহসিন উদ্দিন।
তিনি তাঁর বক্তব্যে বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতায় নিয়মিত হওয়া উচিত। যখনই তারা নিয়মিত হবে তখনই তাদের সুপ্ত প্রতিভা বিকশিত হবে। খেলাধুলায় সময় না দিয়ে ছেলে মেয়েরা মোবাইলে আসক্ত হয়ে আছে।
শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা তাড়াহুড়া করে স্কুলে আসেন তার একটাই উদ্দেশ্য যে ছেলে-মেয়েদেরকে ক্লাসে পড়াতে হবে। এর বাহিরে আপনাদের আর কোন দায়িত্বে নাই বলে অনুভব করেন। অথচ স্কুল শুধু পড়াশোনার জন্য নয়। ছেলে মেয়েদের ভিতরে যে প্রতিভা আছে সেগুলো খুঁজে বের করার দায়িত্ব হলো শিক্ষকদের। আমরা ঘুমিয়ে স্বপ্ন দেখি সেই স্বপ্ন নয়, শিক্ষার্থীদের জেগে জেগে স্বপ্ন দেখাতে হবে। তাদেরকে পাঠ্য বইয়ের বাইরে ও সফল মানুষের গল্প শোনাতে হবে।
বুধবার (১২ ফেব্রুয়ারী ) সকালে বিদ্যালয়ের মাঠে পতাকা ও পায়রা উড়িয়ে ক্রীড়া অনুষ্ঠান উদ্বোধন করা হয়। এরপর বিভিন্ন খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা আরম্ভ হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার প্রদান করা হয়।
বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের অনুষ্ঠানে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকতের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ এরশাদ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াউল হক মিলনসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও অভিভাবকগণ।
অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আওলাদ হোসেন।