
সাইম পাটওয়ারী ॥
বাবুরহাট উবি ও কলেজর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৯ টায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার উদ্বোধন করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন।
এসময় তিনি বলেন, আমাদের কবি বলেছেন ”আমরা যদি না জাগি মা ”কেমনে সকাল হবে। দেখেন আজকের বাংলাদেশ অনেকগুলা প্লেকার গ্রহন করেন। এ মাদার তের স্যার জেগে ছিলো বিশ্বে মানুষ জেগেছিল। কবি নজরুল সে জেগে ছিল বলেই, আমরা জেগেছিলাম।প্রীতিলতা অধ্যায় এই সূর্যসেন যাদের কথা আপনারা বলেছেন ওরা জেগেছিল বলেই এই পৃথিবী জেগেছে। মাদার তেরে স্যার, কবি নজরুল,প্রীতিলতা অধ্যায়,সূর্যসেন চলে গেছে আরো মহান ব্যক্তিরা চলে গেছেন যারা জেগে ছিল যারা আমাদের পথ দেখিয়ে দিয়েছে তারা চলে গেছে। তার মানে কি আমাদের সামনে যে আলসি কাটা জল জল জ্বলছিল সেটা কি শেষ হয়ে গেছে থেমে গিয়েছে নো। এই যে আপনারা যারা দাঁড়িয়ে আছেন তারাই জাগবে তাদেরকেই জাগতে হবে। তাদেরকে অন্যদেরকে পথ দেওয়া দেখাতে হবে।
তিনি আরও বলেন,দেখেন এই যে জুলাই ও আগস্ট অভ্যুত্থান হয়েছে আমাদের ছাত্ররাই জেগেছে। অল্প কিছু ছাত্ররা জেগে ছিল তারপর সারা বাংলাদেশের ১৮ কোটি মানুষের ঘুম ভেঙেছিল। তারা রাস্তায় নেমে এসেছে আজকের এই তরুণ প্রজন্ম লেখাপড়া করছো। তোমাদের কাছে আমরা সেটাই চাই। এই তরুণরাই বদলে দিতে পারে এই বাংলাদেশ টাকে। তোমাদের মধ্যে কেউ সাইন্স স্টুপিড হবে , আর্ট স্টুপি হবে , সিঙ্গার হবে , মানব সেবিক হবে,বড় সমাজসেবী হবে তোমাদেরই জাগতে হবে।
জেলা প্রশাসক বলেন,আমি তোমাদেরকে অনুরোধ করবো ”তোমরা স্বপ্ন দেখা কখনো ভুলবে না । স্বপ্ন দেখতে হবে দুর্ভাগ্য হলো আমরা সব সময় স্বপ্ন দেখি আমার লেখাপড়া। আমার বাবা-মা এই স্বপ্ন দেখে আমরা লেখাপড়া করে আমরা একটা ভালো চাকরি করবো। এ পৃথিবীতে লাখো লাখো পিপল চাকরি করে। কিন্তু চাকরি বয়স শেষ কেউ মনে রাখে না। এই নজরুল, মাদার তের স্যার, জসিম উদ্দিন ,প্রীতিলতা অধ্যায়,সূর্যসেন চাকরি করতেন না। এই সমাজে যে আলুপ্রতিক হিসেবে বেঁচে আছে। তারা কম শহক চাকরিজীবী। আমি তোমাদেরকে একটি রিকোয়েস্ট করবো যে প্রতিনিয়ত স্বপ্ন দেখো। এই মহান ব্যক্তি গুলা হাউজ হিসেবে রেখেছো তোমরা ওদের সম্পর্কে জানবে ওদের সম্পর্কে পড়বে। ওরা আসলে কি করেছে। তাদের অবদান টা কি সারা বিশ্বে। তারা কেউ ন্যাশনাল ফিগার না। তারা সবাই ইন্টারনেসনাল ফিগার। সবাইকে পড়াশোনা করতে হবে মনোযোগ দিতে হবে।
অনুষ্ঠানে সভায় সভাপতি করেন বাবুরহাট উচ্চ বিদ্যালয় কলেজের গভর্নিং বডি সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ এরশাদ উদ্দিন। অনুষ্ঠানের উপস্থিত ছিলেন,চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ, বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, প্রভাষক শেখ নজরুল ইসলাম, জাকির হোসেন, সাবিনা ইয়াসমিন, হুমায়ুন কবির, রাসেল, প্রণব কুমার দে, নাসরিন আক্তার। বাবুরহাট স্কুল শাখার সহকারীপ্রধান শিক্ষক মাহবুবুর রহমান, সিনিয়র শিক্ষিকা রাবেয়া আক্তার রোকসানা খানম,মোঃমাসুদুর রহমান , মোঃ হাবিবুর রহমান, মাহবুব হাসান, অজয় কুমার চন্দ,ওমর হোসাইন, অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।
আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন ১৪ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মহসিন মজুমদার লিটন, ১৪ নং ওয়ার্ডের পৌর সাধারণ সম্পাদক বাবুল মাল, ১৪ পৌর যুবদল মাহবুবুর রহমান খান সোহাগ, সাধারণ সম্পাদক যুবদল জাহাঙ্গীর শেখ।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনার সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথিসহ আমন্ত্রণ অতিথি । পরে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। এছাড়া বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠ করেন।