গণমানুষের প্রত্যাশা ফুটিয়ে তুলছে কালবেলা : পুলিশ সুপার

 

স্টাফ রিপোর্টার ॥
পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেছেন, গণমানুষের প্রত্যাশা লেখনী এবং ভিডিও প্রতিবেদনের মাধ্যমে ফুটিয়ে তুলে ইতিমধ্যেই দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমে রূপ নিয়েছে ‘কালবেলা’। ভবিষ্যতেও কালবেলা যেনো দেশের মানুষের কথা বলে সবসময় এই প্রত্যাশাই রাখছি। ১৬ অক্টোবর সোমবার দুপুরে শহরের এই চাইনিজ রেষ্টুরেন্টের হলরুমে নবরূপে কালবেলা প্রকাশনার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার আরও বলেন, কালবেলার যিনি জেলা প্রতিনিধি এখানে রয়েছেন তিনিও অত্যান্ত দক্ষ ও মেধাবী সাংবাদিক। তিনিসহ তার উপজেলা প্রতিনিধি অতীতের মতো সামনেও সততা বজায় রেখে নিজেদের লেখনীর মাধ্যমে কালবেলাকে এগিয়ে নিবেন প্রত্যাশা রাখছি। কালবেলা যাতে সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে থাকে এই প্রত্যাশায় আমি কালবেলার উত্তরোত্তর সফলতা কামনা করছি।
দৈনিক কালবেলার চাঁদপুরের জেলা প্রতিনিধি অমরেশ দত্ত জয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠান চাঁদপুরের সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি অমরেশ দত্ত জয়ের হাতে ফুলেল শুভেচ্ছা তুলে দিয়ে পত্রিকাটির উত্তরোত্তর সফলতা কামনা করছেন পুলিশ সুপার। পরে তিনি সকলকে সাথে নিয়ে কেক কাটেন ।

Loading

শেয়ার করুন: