নিজস্ব প্রতিনিধি:
গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও শেখ হাসিনাসহ খুনিদের গ্রেফতারের দাবিতে চাঁদপুরে জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এইচ এম শরিফ হোসেনে’র নেতৃত্বে স্বৈরাচার ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে ছাত্র, যুব ও গণঅধিকার পরিষদের অনশন কর্মসূচি পালিত হয়েছে।
১৫আগস্ট (বৃহস্পতিবার)সকালে বাস স্ট্যান্ড ফয়সাল মার্কেটের সামনে চাঁদপুর জেলা ছাত্র ও যুব অধিকার পরিষদের আয়োজনে এ অনশন কর্মসূচি পালিত হয়। এসময় তারা স্বৈরাচার ও নৈরাজ্য সৃষ্টিকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং শেখ হাসিনাসহ খুনিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অনশন কর্মসূচি পালন করেন।
এছাড়াও তারা বলেন, ছাত্র হত্যাকারী ও খুনিদের গ্রেফতার করে অনতিবিলম্বে তাদেরকে বিচারের আওয়তায় আনা হোক। তাদের বিচার না হওয়া পর্যন্ত এই অনশন কর্মসূচি চলবে বলে ঘোষণা দেন জেলা ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা।
এসময় অনশন কর্মসূচিতে অংশ গ্রহন করেন- চাঁদপুর জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি জালাল আহমেদ শাওন, সাধারণ সম্পাদক- এইচ এম শরিফ হোসেন, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি জি এম মানিক ও সাধারণ সম্পাদক নুরুন্নবী আহমেদ। এবং গণআধিকার পরিষদের অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দসহ অন্যান্য সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।