গোহট দক্ষিণ ইউনিয়ন পরিষদের জহির মেম্বার গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি॥

কচুয়া উপজেলার ১১নং গোহট দক্ষিন ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ও যুবলীগ নেতা জহিরুল হক মোল্লা (৩৮)কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শনিবার রাত ৮টার দিকে উপজেলার শাহারপাড় গ্রামের নিজ বাড়ি থেকে ডিবি পুলিশের এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করে কচুয়া থানায় সোপর্দ করে,পরদিন রবিবার কচুয়া থানা থেকে চাঁদপুর মডেল থানায় নেয়া হয়।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো.বাহার মিয়া জানান,গত ৪ আগষ্ট চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় হামলার ঘটনায় স্থানীয় বাসিন্দা আল আমিন বাদী হয়ে মডেল থানায় এজহার নামীয় ১১০ জন ও অজ্ঞাত ১০০-১৫০জনকে বিবাদী করে একটি মামলা দায়ের করেন। ওই মামলার সন্দেহজনক (সন্দিগ্ধ) আসামী হিসেবে ইউপি সদস্য জহিরুল হক মোল্লাকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে ইউপি সদস্য জহিরুল হক মোল্লার বিরুদ্ধে কোন মামলা নেই এবং তিনি কোন হামলা ও নাসকতার সাথে জড়িত নেই দাবী করে দ্রুত তার মুক্তির দাবী জানিয়েছে পরিবার।

Loading

শেয়ার করুন: