গ্লোবাল টি-২০ লীগে রংপুর রাইডার্সের অংশগ্রহণ চ্যালেঞ্জিং : মোহাম্মদ আশ্রাফুল

নিজস্ব প্রতিনিধি॥

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বলেছেন, আগামী ২৬ নভেম্বর শুরু হতে যাওয়া গ্লোবাল সুপার লীগে অংশগ্রহণ করবে রংপুর রাইডার্স। গ্লোবাল টি-টোয়েন্টি লীগে রংপুর রাইডার্সের অংশগ্রহণ চ্যালেঞ্জিং হবে। কারণ এখানে চারটি টিম আসবে। অস্টোলিয়া, ইংল্যান্ড , ওয়েস্টইন্ডিজ, পাকিস্তান থেকে। যার কারণে আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে।

শনিবার বিকেলে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচিপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে শাহরাস্তি প্রিমিয়ার লিগ সিজন-২ এর অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তবে আশ্রাফুল মনে করছেন, চ্যালেঞ্জের সাথে দেশের বাহিরে কন্ডিশনে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অংশগ্রহণ করাকে অপরচুনেটি হিসেবে দেখেন তিনি। এসময় দেশী-বিদেশী ক্রিকেটারের সমন্বয়ে গড়া টিম নিয়ে দেশের বাহিরে ভালো ফলাফলের আশাও করেন তিনি।

তিনি আর বলেন,আমাদের ভাল প্লেয়ার কালেকশন করা হয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে এই ধরনের টুর্নামেন্ট থেকে নতুন নতুন ক্রিকেটার বেরিয়ে আসবে।
টুনামেন্টের প্রথম ম্যাচে শাহরাস্তি উপলতা স্পোর্টিং ক্লাবকে হারিয়ে জয় তুলে নেয় নোয়াখালী জাফরনগর স্পোর্টিং ক্লাব।

এদিকে প্রতিভাবান ক্রিকেটারদের তুলে আনার লক্ষ্যে এমন টুনামেন্টের আয়োজন করার কথা জানান আয়োজক সাদ্দাম হোসেন মিঠু।

তিনি বলেন, দেশের বিভিন্ন জেলা থেকে অংশ নেওয়া ৩২ দলের টুর্নামেন্টটি প্রথম রাউন্ড থেকেই নকআউট পদ্ধতিতে গড়াবে। প্রথম রাউন্ডে মোট ১৬টি ম্যাচ গড়াবে। জয়ী দলগুলো খেলবে দ্বিতীয় রাউন্ডে। সেখান থেকে আট দল যাবে কোয়ার্টার ফাইনালে। শেষ আটের লড়াইয়ে টিকে থাকা চারটি দল খেলবে সেমিফাইনালে। সেমিতে জেতা দুটি দল নিয়ে গড়াবে শিরোপা মহারণ।

এর আগে সকালে উক্ত টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাত। ক্রীড়া সংগঠক সাদ্দাম হোসেন মিঠুর সার্বিক তত্ত্বাবধানে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সূচিপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিব উল্লাহ। উপস্থিত ছিলেন সূচিপাড়া উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান পাটোয়ারী, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসেন, অ্যাডভোকেট শাহেদুল হক মজুমদার প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ খেলার মাঠ পরিদর্শন করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে (বিকেলে) উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। উক্ত অনুষ্ঠানে দর্শকদের মন মাতাবেন কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার। রাতে জমকালো আতশবাজি হয়।

Loading

শেয়ার করুন: