ঘূর্ণিঝড় হামুন : চাঁদপুরে লঞ্চ যোগাযোগ বন্ধ

 

নিজস্ব প্রতিবেদক ॥

ঘূর্ণিঝড় হামুন এর প্রভাবে জানমালের ক্ষতি এড়াতে চাঁদপুর থেকে সারা দেশের সঙ্গে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেলে চাঁদপুর নদীবন্দরের নৌ-নিরাপত্তা ও ট্র্যাফিক ব্যবস্থাপনা বিভাগ এবং বন্দর ও পরিবহন বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহাদাত হোসেন জানান, ঘূর্ণিঝড় হামুন মোকাবিলায় আজ বিকেল ৩টা থেকে পরবর্তী নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত ঢাকা-চাঁদপুর, চাঁদপুর-নারায়ণগঞ্জ, ঢাকা-চাঁদপুর ভায়া শরীয়তপুর, মজু চৌধুরীর হাট (লহ্মীপুর) থেকে ইলিশাঘাট (ভোলা) নৌপথের সব ধরনের লঞ্চ ও সি-ট্রাক চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হামুন ক্রমশ উপকূলের দিকে এগিয়ে আসতে থাকায় এবং এর তীব্রতা বাড়তে থাকায় এ ঘোষণা দেওয়া হয়েছে।

 

Loading

শেয়ার করুন: