স্টাফ রিপোর্টার ॥
অত্যন্ত আনন্দঘন পরিবেশে চাঁদপুর জেলা সমিতির চট্টগ্রামের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হযেছে । গত ১৬ অক্টোবর নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ শাহ্ আলমের তত্বাবধানে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে ৩১টি নির্বাহী সদস্য পদের জন্য ৬০জন মনোনয়নপত্র দাখিল করেন।
২৯ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় ৩১জন প্রার্থী নির্বাহী সদস্য হিসাবে নির্বাচিত হয়। নির্বাহী সদস্যগণের সমঝোতার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে মোঃ মোস্তফা তালুকদারকে সভাপতি, মোঃ শহীদ উল্লাহ পাটোয়ারী, মোঃ আউয়াল হোসেন পাটোয়ারী, হাজী মোঃ ফজলে আজিম দুলাল, মোঃ আবুল খায়ের, মোহাম্মদ শাহজালালকে সহ-সভাপতি ও মোঃ ফজলুর রহমান মজুমদার স্বপনকে সাধারণ সম্পাদক করা হয় ।
এছাড়া মোঃ রেজাউল করিম ভুট্টো, মোঃ সেলিম হোসেন যুগ্ম-সম্পাদক, সৈয়দ আহাম্মদ খান (বাবুল) অর্থ-সম্পাদক, অধ্যাপক ডাঃ এমএইচআর রেজাউল করিম সাংগঠনিক সম্পাদক, মোঃ আকতার হোসেন পাটোয়ারী সমাজ কল্যাণ সম্পাদক, মোঃ আমিরুল ইসলাম দপ্তর সম্পাদক, মোঃ আলী হোসেন প্রচার ও প্রকশানরা সম্পাদক, মোঃ জাকির হোসেন (সদর) শিক্ষা ও প্রকল্প বিষয়ক সম্পাদক, হাজী মোঃ খোরশেদ আলম আইন বিষয়ক সম্পাদক, মোঃ গোলাম কবীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, মোঃ মোরশেদ আলম সাহিত্য, সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক, আমেনা বেগম মহিলা বিষয়ক সম্পাদক, ফরিদা ইয়াসমিন (লিনটা সহ-মহিলা বিষয়ক সম্পাদক, মোঃ রফিকুল ইসলাম, মোঃ নাজির হোসেন, ােঃ মোশারফ হোসেন, মোঃ জয়নুল আবেদনী (জয়), অ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ হুমায়ুন কবির সেলিম, মোহাম্মদ গোলাম মাওলা, মোঃ জাকির হোসেন, মোঃ বেল্লাল হোসেন দেওয়ান, মোঃ মজিবুর রহমান, মোঃ এনামুল হক নির্বাহী সদস্য নির্বাচিত হন।
এসএসসি ৮৬ চাঁদপুর জেলা শাখার অভিনন্দন:
চাঁদপুর জেলা সমিতির চট্টগ্রামের ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে এসএসসি ৮৬ চাঁদপুর জেলা শাখার বন্ধু মোঃ মোস্তফা তালুকদার নির্বাচিত হওয়ায় তাকে এবং সাধারণ সম্পাদকসহ নির্বাচিত সকলকে প্রাণ ঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েন এসএসসি ৮৬ চাঁদপুর জেলা শাখার সভাপতি মো:গোফরান হোসেন এবং সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মিলনসহ বন্ধুরা । তারা কমিটির সকলের সু-স্বাস্থ্য এবং দীর্ঘায়ু কমনা করেছেন।