
স্টাফ রিপোর্টার
হাইমচর উপজেলার চরভৈরবী আজিজিয়া আজাহারুল উলুম দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।
বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারী মাদ্রাসা মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষা।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, মাদ্রাসা শিক্ষা ইসলামের আদর্শে মানবিক মানুষ হওয়ার অনেক সুযোগ রয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে ন্যায়, নীতিবান নাগরিক হওয়ার জন্য উল্লেখযোগ্য ভূমিকা রাখে। তাই প্রত্যেক শিক্ষার্থীকে ন্যায় এবং সত্য প্রতিষ্ঠার জন্য অনেক আদর্শবান হওয়া দরকার যা আমাদের রাষ্ট্র উন্নয়নে মাদ্রাসা শিক্ষার্থীরা সকল ক্ষেত্রেই ভূমিকা রাখবে
বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল, একাডেমির সুপার ভাইজার মুহাম্মদ আহসানুল হক।
মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আঃ কাদের এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ফারুকুল ইসলাম এর পরিচালনায়, এসময় উপস্থিত ছিলেন, হাইমচর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মফিজুর রহমান বাবুল মাষ্টার, সমাজ সেবক ইব্রাহিম হোসেন হাওলাদার, হাইমচর উপজেলা পল্লিবিদ্যুৎ সমিতির এজিএম হাফিজুর রহমান, সহকারী শিক্ষক বাসুদেব সরকার, শাওন মজুমদারসহ অভিভাবক, শিক্ষক, এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।