
নিজস্ব প্রতিনিধি ॥
গ রোববার (৫ জানুয়ারি) চাঁদপুর সদর উপজেলার ৮ নং বাগাদী ইউনিয়নের নানুপুর চৌরাস্তা মোড়ে অবস্থিত চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে চক্ষু চিকিৎসা শিবিরের শুভ উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ রোকনুজ্জামান রোকন।
হাজী লোকমান পাবলিক স্কুলের সহকারী শিক্ষিকা অনামিকা আক্তারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত আন্দোলন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুফতি মো. শফিকুর রহমান, চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর নুরুন্নবী । এসময় বক্তব্য রাখেন অন্ধ কল্যাণ সমিতি কুমিল্লার সমন্বয়ক মো. দেলোয়ার হোসেন ।
অনুষ্ঠান শেষে নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ আলহাজ্ব আনোয়ার হোসেনের মায়ের মৃত্যুতে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ শফিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মুহম্মদ আব্দুর রকিব বলেন, যার চোখ নেই সে বুঝে চোখের কী মর্যাদা। তাই এই ধরনের মানবতার সেবায় সবার এগিয়ে আসা উচিত। আপনারা দেখেছেন, আমি আসার পর চাঁদপুরে যেভাবে কিশোর গ্যাং মাথাচাড়া দিয়ে উঠেছিল, তাদেরকে পুলিশের পক্ষ থেকে আমরা কীভাবে দমন করেছি। যে কোনো অন্যায় কাজ করতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, চোখকে রক্ষা করতে হলে আপনার সন্তানকে মোবাইল থেকে দূরে রাখুন। আমরা যেভাবে সন্তানদেরকে মোবাইল দিয়ে রেখেছি, এর থেকে বেরিয়ে আসতে হবে, নাহলে ভবিষ্যতে অল্পতেই চোখে সমস্যা দেখা দেবে। মোবাইল চোখের জন্যে বড়ো সমস্যা।এজন্য আপনার সন্তানাদেরকে মোবাইল থেকে দূরে সরিয়ে রাখবেন। এতে অনেক কিছু থেকে তাদের হেফাজত হবে।